ত্রিপুরা আগরতলা : পাম্প অপারেটরদের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন। পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি নিয়ে বুধবার নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠনের নেতৃত্ব। সংগঠনের এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে দাবি গুলি নিয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক নেতা তপন দাস সহ অন্যরা।তাদের অভিযোগ পানীয় জল সরবারাহ করার গুরুত্বপূর্ণ কাজে কর্মরত পাম্প অপারেটররা অত্যন্ত, দুর্বিসহ জীবন যাপন করছেন। একদিকে নানাভাবে দমন পীড়নের শিকার হচ্ছেন অপরদিকে বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তাদের মজুরী অত্যন্ত কম। বিধানসভা নির্বাচনের আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার পাম্প অপারেটরদের জন্য ১৫ শতাংশ মজুরী বৃদ্ধির ঘোষনা দিয়েছিল। অভিযোগ সেই সিদ্ধান্ত আজ পর্যন্ত আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য মহকুমায় পুর পরিষদ নিয়ন্ত্রনাধীন পানীয় জল সরবরাহের কাজে নিয়োজিত অপারেটরদের সেই মজুরী দেওয়া হয়নি। আরও অভিযোগ পাম্প অপারেটরদের কাজের সময়ের কোন নির্দিষ্ট নেই। নেই ইপি.এফ, ই.এস.আই, গ্র্যাচুয়িটি, কোন প্রকার ছুটি,সামাজিক সুরক্ষার ব্যবস্থা। নেই কাজের প্রয়োজনীয় সরঞ্জাম। সংগঠনের নেতৃত্বের অভিযোগ বেশ কয়েকজন অপারেটরকে অত্যন্ত অন্যায়ভাবে জোর কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ছাঁটাই কর্মীরা বাধ্য হয়ে আদালতের দারস্থ হলে ছাঁটাইকৃতদের কাজে পুর্নবহালের নির্দেশ দেয় আদালত। অভিযোগ আদালতের নির্দেশের পরেও এখনো অনেককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। তাই এসব সমস্যা সুরাহার দাবি জানিয়ে দশ দফা দাবিতে ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন ডেপুটেশন দেয়। এখন দেখার কর্তৃপক্ষ দাবি পূরণে সদর্থক ভূমিকা নেয় কিনা?