শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দাবি নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

ত্রিপুরা আগরতলা : জাতীয় শিক্ষানীতি কলেজগুলিতে সঠিকভাবে বাস্তবায়ন, স্কুল কলেজে শিক্ষক স্বল্পতা দূরীকরণ, বিদ্যাজ্যোতি প্রকল্প এর স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ। বুধবার বিকেলে সংগঠনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দাবি সনদ তুলে দেন ।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের প্রদেশ সম্পাদক সঞ্জিত সাহা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনে রাজ্যপালের হস্তক্ষেপের তারা দাবি জানান। এদিন এছাড়াও তাঁরা বিভিন্ন বিষয় তুলে ধরেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল বিষয়গুলি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী