আগরতলা : সম্প্রতি বন্যায় ভয়াবহ অবস্থা রাজ্যের ।লক্ষাধিক মানুষ শিবিরে আশ্রয় নিয়েছেন। যদিও এখন সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। তারপরও গোমতী জেলার বিভিন্ন জায়গায় এখনো বহু মানুষ ত্রান শিবিরে। রাজ্য সরকারের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই অবস্থায় রাজ্য সরকারের একার পক্ষে সম্ভব নয় এই সমস্যা থেকে কাটিয়ে উটা। তাই সরকারের পাশে থাকার বার্তা শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি নয় বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব ,সংগঠন এগিয়ে এসেছে। বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব আর্থিক ভাবে সাহায্য করছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছে।বরাবরই সামাজিক কাজে এগিয়ে আসা রাজধানীর মুক্তি সংঘ মুখ্যমন্ত্রীর অর্থ দান করল।বুধবার মুক্তি সংঘের পক্ষে ক্লাব সম্পাদক পিনাকী চক্রবর্তী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেন। এদিন পিনাকি চক্রবর্তী মুখ্যমন্ত্রীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী এজন্য ধন্যবাদ জানান মুক্তি সংঘের সম্পাদককে ।আগামী দিনে এই বন্যার্তদের সাহায্যে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব এগিয়ে আসুক এটাই চাইছেন সকলে।