দেশ বন্ধু চিত্ত রঞ্জনের দুর্গা প্রতিমা তৈরি করছেন বহিঃরাজ্যের শিল্পী

আগরতলা : প্রতিবছরের মতো এবছরও দুর্গা পুজার আয়োজন করেছে শিবনগর মসজিদ রোডস্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। দুর্গা পূজাকে সামনে রেখে রবিবার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি চিত্ত সাহা জানান দুর্গা পূজাকে সামনে রেখে ৫ থেকে ৬ মাস আগে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই বছর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের মূর্তি তৈরির দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গের শিল্পীরা। পূজা মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছে স্থানীয় শিল্পীরা। তার সাথে থাকবে লাইট ও সাউন্ড শো। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই বছর ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৫১ হাজার টাকা দান করা হবে। এই বছর ক্লাবের পুজার বাজেট আনুমানিক ৫০ লক্ষ টাকা বলে জানান তিনি।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে