নবজাগরণ ক্লাবে ১০০ জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি

আগরতলা : বন্যা দুর্গতদের পাশে এগিয়ে এলো জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছা সেবকরা। বন্যার্তদের মধ্যে বিলি করা হল ত্রাণ সামগ্রী। সূৰ্যমনিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন এস এস ইউনিট ও রামনগরের নবজাগরন ক্লাবের যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিলি করা হয় সোমবার।এদিন বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ক্লাব প্রাঙ্গণে।উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর নিবাস দাস , কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, বিজেপি রামনগর মন্ডল সভাপতি তাপস দেব সহ ক্লাব সদস্যরা।এদিন তারা মোট ১০০ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। মেয়র এদিন এন এস এস স্বেচ্ছা সেবক ও নবজাগরণ ক্লাবকে ধন্যবাদ জানান।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি