পশ্চিম থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিএম-র

আগরতলা : বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর প্রতিবাদ জানিয়ে রাজপথে পাল্টা নামলো সিপিএম। শুক্রবার বিকেলে রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে সিপিএম নেতা- কর্মীরা। মেলারমাঠ থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে পশ্চিম থানার সামনে এসে বিক্ষোভে শামিল হয়। বেশকিছু সময় ধরে চলে সিপিএম-র বিক্ষোভ কর্মসূচী। এতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস, মধু সূদন দাস, শুভাশিস গাঙ্গুলি, নারায়ণ কর সহ অন্যরা। এদিনের মিছিল থেকে দাবি জানানো হয় বিরোধী দলনেতার বাড়ির সামনে হুজ্জুতি চালানো দুষ্কৃতকারীদের শাস্তির। পরে বিক্ষোভ সভায় প্রাক্তন মন্ত্রী মানিক দে অভিযোগ করেন, রাজ্য ও কেন্দ্রের শাসক দল মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে। মানুষের ঐক্য রক্ষা করার জন্য, দেশের সংহতি রক্ষা করার জন্য,যারা ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে সিপিএম দল আওয়াজ তুলেছে, আগামী দিনেও তুলবে বলে জানান সিপিএম নেতা মানিক দে।

Related posts

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটকে জুমলা বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের