প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান নিয়ে জেলাশাসকের সাংবাদিক সম্মেলন

আগরতলা : পুরাতন আগরতলা ও বেলবাড়ি ব্লক এলাকায় রিয়াং জনজাতিদের উন্নয়নে সরকারের ২২ টি প্রকল্প ১০০ শতাংশ বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। এদিন জেলা শাসকের কনফারেন্স হলে হয় বৈঠক। তিনি বলেন, ২০২৩ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান শুরু হয়েছিল। এই অভিযানের মূল লক্ষ্য পিছিয়ে পড়া জনজাতিদের সামনের সারিতে নিয়ে আসা। তার জন্য সরকারের ২২ টি প্রকল্প রয়েছে। এই প্রকল্প গুলি ১০০ শতাংশ সফল করার উদ্যোগ নেওয়া হয়েছে। রিয়াং সম্প্রদায়ের জনজাতিদের কথা চিন্তা করে এই অভিযান হাতে নেওয়া হয়েছে। পশ্চিম জেলার পুরাতন আগরতলা ব্লক ও বেলবাড়ি আরডি ব্লকে রাধা মোহনপুর ভিসি, তুলা কোনা গ্রাম পঞ্চায়েত, রাধা কিশোরনগর জিপি, রাধাপুর ভিসি, চম্পকনগর এলাকায় রিয়াং সম্প্রদায়ের জনজাতি রয়েছে। এই সকল ভিলেজ কাউন্সিল ও গ্রাম পঞ্চায়েত এলাকায় ২২ টি প্রকল্প ১০০ শতাংশ সফল করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। একথা জানান পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি আরও জানান গত ৮ মাসে একাধিক প্রকল্পকে ১০০ শতাংশ সফল করার চেষ্টা করা হয়েছে। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায় নি। তাদেরকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর দেওয়া হয়েছে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন