সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে টুর্নামেন্ট আসামের জোরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে

আগরতলা : সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে টুর্নামেন্ট আসামের জোরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ত্রিপুরা দল এবার প্রথম বারের মতো অংশ নিতে যাচ্ছে। ত্রিপুরা দলে মোট ২২ জন খেলোয়াড় রয়েছে। ত্রিপুরা দলের কোচ সমীর ত্রিপুরা বলেন, আগামী ১২ সেপ্টেম্বর ত্রিপুরা দল প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়ের মুখোমুখি হবে। তারই অঙ্গ হিসাবে শনিবার সন্ধ্যায় ত্রিপুরা দলের হাতে জার্সি তুলে দেন টিএফএ-র সহ সচিব তপন সাহা, ভাইস প্রেসিডেন্ট অমিত দেব।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা