সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে টুর্নামেন্ট আসামের জোরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে

আগরতলা : সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে টুর্নামেন্ট আসামের জোরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ত্রিপুরা দল এবার প্রথম বারের মতো অংশ নিতে যাচ্ছে। ত্রিপুরা দলে মোট ২২ জন খেলোয়াড় রয়েছে। ত্রিপুরা দলের কোচ সমীর ত্রিপুরা বলেন, আগামী ১২ সেপ্টেম্বর ত্রিপুরা দল প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়ের মুখোমুখি হবে। তারই অঙ্গ হিসাবে শনিবার সন্ধ্যায় ত্রিপুরা দলের হাতে জার্সি তুলে দেন টিএফএ-র সহ সচিব তপন সাহা, ভাইস প্রেসিডেন্ট অমিত দেব।

Related posts

Technology can revolutionize Journalism: CM

প্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব: মুখ্যমন্ত্রী

প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের সেমিনার