৫ দফা দাবিতে আগরতলা রেল স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি

আগরতলা : ক্রমাগত বাড়ছে ট্রেন দুর্ঘটনা। তাই ট্রেন দুর্ঘটনা বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, রেল দপ্তরে পড়ে থাকা শুন্যপদ পূরণ, ট্রেনের টিকিটে বয়স্ক নাগরিকদের জন্য ট্রেনের টিকিটে ছাড় পুনরায় চালু করা, রেলের বেসরকারি করণ বন্ধ করা, পরিযায়ী শ্রমিকদের জন্য জেনারেল কামরা যুক্ত ট্রেন চালু করার দাবি অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ সংগঠনের। বৃহস্পতিবার ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর উদ্দেশ্যে সংগঠন ডেপুটেশন দেয় আগরতলা রেল স্টেশনের স্টেশন মাস্টারের কাছে।এআইডিওয়াইও রাজ্য কমিটি-র সদস্য সদস্যরা এদিন প্রথমে প্ল্যাকার্ড হাতে নিয়ে আগরতলা রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ভবতোষ দে-র নেতৃত্বে এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রীর উদ্দেশ্যে স্টেশন মাস্টারের হাতে ৫ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়।দাবি আদায়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের বার্তা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন