অঙ্গনওয়ারী পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ-র সূচনা করলেন দপ্তরের মন্ত্রী

আগরতলা : অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অধীন অনেকগুলি কাজকর্ম রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা একদিকে যেমন তিন থেকে ৬ বছরের শিশুদের পুষ্টিকর খাবারের বিষয়টি দেখেন। তেমনি শূন্য থেকে তিন বছর বয়সী শিশুদের বাড়িতে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার কাজটিও করেন।বৃহস্পতিবার রাজধানীর অভয়নগরে এক অনুষ্ঠানে একথা বললেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরও বলেন, রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি সেন্টারে পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ, কিচেন গার্ডেন, খেলার মাঠের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তবে তিনি স্বীকার করে নেন, অনেক অঙ্গনওয়াড়ি সেন্টার ভালোভাবে চলছে না। এদিন মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় অঙ্গনওয়ারী পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ-র। রাজধানীর উজান অভয়নগরস্থিত বাক পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অ্যাপ-র সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, আগরতলা পুর নিগমের কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় এদিন আলোচনা করতে গিয়ে বলেন, গর্ভবতী মায়েদের রেশন সামগ্রীও তারা বাড়িতে পৌঁছে দেন। অনেক গুলি কাজ করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব