আগরতলা : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৪ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে কর্মসূচী পালন। রাজধানীতে বিভিন্ন মণ্ডলের তরফে হয় সামাজিক কর্মসূচী।এরই অঙ্গ হিদেবে এদিন বিজেপি টাঊন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আইজিএম হাসপাতালের সামনে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বড়দোয়ালী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, অলক রায়, বড়দোয়ালী মন্ডলের সহসভাপতি কমল দেব সহ অন্যান্যরা। এদিকে পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের তরফেও সামাজিক কর্মসূচী নেওয়া হয়েছে। রাজধানীর লক্ষী নারায়ণ বাড়ির সামনে মিষ্টি বিতরণ করেন ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। দুঃস্থদের মধ্যে ফ্ল-মিস্তি বিলি করায় খুশি সকলে।