দুইদিনের রাজ্য সফর করেছেন এন সি সির এডিজি

আগরতলা : দুইদিনের সফরে রাজ্যে এসে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এনসিসি-র অ্যাডিশন্যাল ডিরেক্টর জেনারেল মেজর গগণদ্বীপ। সোমবার তিনি ত্রিপুরায় এসেছিলেন এনসিসি-র ১৩ নম্বর ব্যাটেলিয়নের কার্যক্রম পর্যালোচনা করতে। ত্রিপুরা সফরে এসে প্রথম দিনই সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে। কথা বলেন বিভিন্ন বিষয়ে।সফরের শেষ দিনে মঙ্গলবার এনসিসি-র অ্যাডিশন্যাল ডিরেক্টর দেখা করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে। ত্রিপুরায় এন সি সির আরও প্রসারের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মেজর জেনারেল ১৩ নম্বর ব্যাটেলিয়ন এন সি সির কার্যালয়েও আসেন। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয়ে। এন সি সির বিভিন্ন কর্মসূচী নিয়ে কথা হয় তাদের মধ্যে। উপস্থিত ছিলেন কর্নেল রাজশেখর, ১৩ নম্বর ব্যাটেলিয়ন এন সি সির কমান্ডিং অফিসার সহ অন্যরা। এন সি সির অ্যাডিশন্যাল ডিরেক্টর জেনারেল গগণ দ্বীপ জানান অতিসত্বর ত্রিপুরায় একটি এনসিসি ট্রেনিং একাডেমিও স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গত এক দেড় বছরে নতুন নতুন ছেলে- মেয়েদের অংশে গ্রহণের নতুন নতুন কর্মসূচী ও পদক্ষেপ নেওয়া হয়েছিল। এন সি সি ত্রিপুরাতে আরও বাড়বে। কেন্দ্রের সরকার অতিরিক্ত শুন্যপদের অনুমোদন দিয়েছে। এন সি সির এক ইউনিট উদয়পুরে স্থানান্তর করা হবে। যাতে সীমান্ত জেলাগুলিতে এন সি সির প্রসার ঘটে। তিনি আরও জানান,এন সি সির ট্রেনিং একাডেমী তৈরির জন্য সরকারের তরফে আগরতলারই কোথাও জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এটি। এদিন জানালেন এসেছিলেন এন সি সির অ্যাডিশন্যাল ডিরেক্টর জেনারেল।

Related posts

প্রচুর পুলিস-আধা সামরিক বাহিনী মোতায়েন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪’র উদ্বোধন

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস আপাতত বন্ধ ভিসার দেওয়ার কাজ