সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন সিপিএম প্রতিনিধি দলের

আগরতলা : সম্প্রতি বন্যায় আগরতলা শহর সহ সংলগ্ন এলাকায় অনেক ক্ষতি হয়েছে মানুষের। প্রায় ১১০০-র উপরে মানুষের ঘর বাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়েছে। বহু মানুষের কৃষি, পশুর ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ কোটির উপরে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানাল সিপিএম সদর মহকুমা কমিটি কমিটি। বুধবার দলের তরফে ৪ জনের এক প্রতিনিধি দেখা করেন সদর মহকুমা শাসকের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, গৌতম চক্রবর্তী, জগত দেববর্মা, বিশ্বজিত দেব। তারা মহকুমা শাসকের সঙ্গে দেখা করে দাবি জানান, তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখার এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যে যাতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। যা যা প্রশাসনের তরফে ভূমিকা নেওয়ার তা যাতে নেয়। সদর মহকুমা শাসক তাদের আশ্বাস দিয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখার। অভিযোগ প্রায় ১ মাস হতে চললেও এখনও বহু পরিবার ঘর বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্য পাননি।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী