৪০ লাখি পুজার আয়োজন করছে এবছর ফ্লাওয়ারস ক্লাব

আগরতলা : শুরু হয়ে গেছে কাউন্ট-ডাঊন। মাঝে আর আড়াই মাস। এর পরেই উৎসবের আনন্দে গা ভাসাবেন মানুষ। এখন চলছে এরই প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারো রাজধানীর বিভিন্ন বিগ বাজেটের পুজ উদ্যোক্তারা প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছেন। অনেক ক্লাবের ইতিমধ্যে খুঁটি পূজা হয়ে গেছে। মঙ্গলবার বিগ বাজেটের পুজার মধ্যে অন্যতম ফ্লাওয়ারস ক্লাবের খুঁটি পূজা হয় ক্লাব প্রাঙ্গণে। নিয়ম মেনেই হয় পূজা। এবার তাদের বাজেট প্রায় ৪০ লাখ টাকা। ফ্লাওয়ারস ক্লাবের এবারের থিম ভাটিকান সিটি।সেখানকার ভাস্কর্য এবং বিভিন্ন শিল্পকলা গুলি অনুকরণ করে সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ। বহিঃরাজ্যের শিল্পীরা মণ্ডপ তৈরি করবেন। এদিন খুঁটি পূজা শেষে সমস্ত কিছু তুলে ধরেন পূজা উদ্যোক্তারা। প্রতিমা তৈরি করবেন স্থানীয় শিল্পী। এবছর প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারা।p

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী