আগরতলা : মণ্ডল অফিস উদ্বোধনকে কেন্দ্র করে রক্তদান শিবির করা হয় বিজেপি রামনগর মণ্ডলের তরফে। অফিস গৃহ ও রক্তদান শিবিরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। শনিবার বিজেপি রামনগর মণ্ডলের অফিস বাড়ির উদ্বোধন হয় কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায়। অফিস উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন কংগ্রেস ও সিপিআইএম-এর নাম না করে বলেন একজন আরেক জনের হাত ধরেছে বর্তমানে। পূর্বতন সরকারের সময়ে রাজ্যে যতগুলি খুন হয়েছে, সেই খুনের ফাইল পুনঃরায় খোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন রক্তের কোন ধর্ম নেই। রক্তের কোন বিকল্প নেই। রক্তের যেমন বিকল্প নেই, তেমনি একটা দিন আসবে ভারতবর্ষে বিজেপির কোন বিকল্প থাকবে না।সেবা-ই বিজেপির ধর্ম। সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চায় বিজেপি। বিরোধী দলের কোন কাজ নেই। মানুষের সাথে তাদের সম্পর্ক নেই। মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামে। রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।