আগরতলা : উচ্চশিক্ষা অধিকর্তার ভূমিকায় ক্ষোভ জানালেন ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটি। সংগঠনের নেতৃত্বের অভিযোগ দাবি জানাতে এলে উচ্চ শিক্ষা অধিকর্তাকে পাওয়া যায় না। বৃহস্পতিবার দিন সংগঠনের প্রতিনিধিরা দেখা এলে অধিকর্তা দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ। এসব বিষয় নিয়ে শুক্রবার শিক্ষা ভবনে উচ্চশিক্ষা অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিবেকানন্দ দাস। তিনি জানান, তাদের বিভিন্ন দাবি নিয়ে দপ্তরের গোচরে জানানো হলেও দুই বছের অতিক্রান্ত। কিন্তু কোন সুরাহা হয়নি। এতে ক্ষোভ জানান তিনি।