সারা ভারত কৃষকসভার তরফে স্মরণ করা হয় শহীদ কৃষকদের

আগরতলা : আন্দোলনরত অবস্থায় শহীদ কৃষক ও এক সাংবাদিককে স্মরণ করলো এবছরও সারা ভারত কৃষকসভা। বৃহস্পতিবার সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে হয় স্মরণসভা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির চার শহীদ কৃষক ও নিহত সংবাদিককে শ্রদ্ধার সাথে স্মরণ করল সারা ভারত কৃষকসভা। এদিন কৃষকসভার রাজ্য কমিটির অফিসের সামনে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। উপস্থিত সকলে শহিদবেদিতে ফুল দিয়ে শহীদ চার কৃষক ও নিহত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র কর জানান ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দেশ জুড়ে আন্দোলন হয়। দেশের কৃষকরা দিল্লিতে আন্দোলনের উদ্দেশ্যে রওয়ানা হলে তাদেরকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলন বাঞ্চাল করার জন্য তৎকালীন মন্ত্রী অজয় মিস্ত্র টেনি একটা সভার ডাক দিয়েছিলেন। পাল্টা সভা করেছিল কৃষকরা। ফলে তৎকালীন মন্ত্রী অজয় মিশ্র টেনি সভা করতে পারেন নি। সভা না করে তিনি ফিরে গেছেন। কৃষকরা সভা করে ফিরে আসার সময় তৎকালীন মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে পিছন থেকে গাড়ি চাপা দিয়ে চার জন কৃষক ও এক জন সাংবাদিককে হত্যা করে। কৃষকদের আন্দোলনের ফলে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু পরে উত্তর প্রদেশ সরকার তাকে ছেরে দেয়। পরবর্তী সময় কৃষকরা সুপ্রিমকোর্টে যায়। সুপ্রিমকোর্টের নির্দেশে বর্তমানে অভিযুক্ত জেলে রয়েছে। প্রতিবছর কৃষক সংগঠনের তরফে শহিদদের শ্রদ্ধা জানাও হয়। এবছরও শ্রদ্ধা শপথে স্মরণ করা হয় তাদের।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল