নেটে ১৪০ কিমি গতির বল খেলছেন, বিশ্বকাপের আগে আশা জাগালেন পন্থ

দিল্লি : আবার ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন ঋষভ পন্থ।

গত মাসেই নেটে থ্রো ডাউন শুরু করেছেন। একটি রিপোর্ট অনুযায়ী, এনসিএতে রিহ্যাবে ১৪০ কিলোমিটার গতির বলের মোকাবিলা করছেন পন্থ। অ্যাকাডেমির এক সূত্র বলেন, ‘ঋষভ এখন ১৪০ কিলোমিটার গতির বলে অনুশীলন শুরু করেছেন। তিনি দ্রুত সুস্থতার পথে এগোচ্ছেন। সেটা দেখে আমরা সবাই খুশি। এরপর তাড়াতাড়ি শরীর নড়াচড়া করার চেষ্টা শুরু হবে। আগামী কয়েক মাস আমরা এই নিয়ে কাজ করব।’ এনসিএর মেডিক্যাল স্টাফ এবং ট্রেনাররা আশাবাদী দ্রুত ফিট হয়ে উঠবেন পন্থ। সামনেই বিশ্বকাপ। তার আগে নিজেকে পুরোপুরি ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন উইকেটকিপার ব্যাটার। কিন্তু সেই প্রক্রিয়া এতটাও সহজ নয়। তাসত্ত্বেও আশাবাদী তিনি এবং বোর্ডের কর্তারা। তাঁর মতো কার্যকরী ক্রিকেটারকে বিশ্বকাপের দলে প্রয়োজন। এই নিয়ে রোজই কেউ না কেউ উদ্বেগ প্রকাশ করছেন। তারমধ্যে নিজের লক্ষ্যে অবিচল পন্থ। বিশ্বকাপে ফিরতে পারবেন কিনা সেটা সময়ই বলবে।

Related posts

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা

রাজধানীতে রাজ্যভিত্তিক রেড রান প্রতিযোগিতা ঘিরে সাড়া