সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক মুজফফর আহমেদকে জন্ম দিবসে স্মরণ

আগরতলা : মুজফফর আহমেদের আদর্শকে পাথেয় করে ভারতে মূলত সাম্প্রদায়িকতা, জাতপাতের বিভাজনের বিরুদ্ধে সমাজ পরিবর্তনের কাজ করা হচ্ছে। যতদিন সমাজ পরিবর্তনের কাজ শেষ না হবে ততদিন মুজফফর আহমেদ প্রাসঙ্গিক হয়ে থাকবে। শনিবার ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক মুজফফর আহমেদের জন্ম দিবসে এজথা বললেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রতন ভৌমিক। ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত মুজফ্ফর আহমদের জন্ম দিবস প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় সিপিএম এর তরফে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শনিবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রতন ভৌমিক, সুধন দাস, গোরা চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মুজফফফর আহমেদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ