জিমন্যাস্টিক থেকে অবসর নিলেন রাজ্যের গর্ব দীপা কর্মকার

আগরতলা : অবসর নিলেন পদ্মশ্রী দীপা কর্মকার।জাতীয় ও আন্তর্জাতিক জিমন্যাস্টিক থেকে অবসর নিলেন রাজ্যের গর্ব জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার। দীর্ঘ ২৫ বছরের ইতি টানলেন। সোমবার আচমকা জিমন্যাস্টিক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন দীপা কর্মকার। জিমন্যাস্টিক থেকে অবসর ঘোষণার পর দীপা কর্মকার জানান এটা সঠিক সময় অবসর নেওয়ার।৫ বছর বয়সে জিমন্যাস্টিক এর হাতে খড়ি শুরু হয় দীপা কর্মকারের। কোচ সোমা নন্দীর হাত ধরে জিমন্যাস্টিক জীবনের হাতে খড়ি শুরু হয় দীপার। কোচ সোমা নন্দীর অধিন বেশ কয়েকবছর কোচিং নেওয়ার পর দীপার কোচের বদল হয়। দীপার কোচের দায়িত্ব নেন বিশ্বেশ্বর নন্দী। কোচ বিশ্বেশ্বর নন্দীর অধীন কোচিং শুরু করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দীপা কর্মকারের। কোচ বিশ্বেশ্বর নন্দীর হাত ধরে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক আসরে পদার্পণ দীপা কর্মকারের। রাজ্যের হয়ে জাতীয় স্তরের এবং দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের জিমন্যাস্টিক আসরে অংশগ্রহণ করে একাধিক পদক অর্জন করে রাজ্যের গর্ব সোনার মেয়ে দীপা কর্মকার। আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জল করেছিল দীপা কর্মকার। যার জন্য পদ্মশ্রী পুরুস্কার দেওয়া হয় দীপা কর্মকারকে। কোচ বিশ্বেশ্বর নন্দিকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরুস্কার। সোমবার দীর্ঘ জিমন্যাস্টিক জীবনের ইতি টানলেন সোনার মেয়ে দীপা। এইদিন প্রথমে সামাজিক মাধ্যমে জিমন্যাস্টিক থেকে অবসরের ঘোষণা দেন দীপা। পরে জানান ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন। দীর্ঘদিন ধরে জিমন্যাস্টিক থেকে অবসরের চিন্তা ভাবনা চলছিল। কারন দিনের পর দিন চোট বৃদ্ধি পাচ্ছিল। শরীর আর দিচ্ছে না। শরীরের সাথে আর লড়াই করতে না পেরে জিমন্যাস্টিক থেকে অবসরের সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান পরবর্তী লক্ষ্য থাকবে ইন্ডিয়ান জিমন্যাস্টিককে এগিয়ে নিয়ে যাওয়া।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে