রেল পুলিশ এনডিপিএস মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগরতলা : রাজ্যের ৬ টি জি আর পি থানা এলাকায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫৪ জন ভারতীয় দালাল ধরা পড়েছে। যারা অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ সাহাজায় করেছে। মঙ্গলবার একথা জানান জি আর পির অতিরিক্ত পুলিস সুপার সৌমেন সরকার। তিনি জানান এই সময়ে রেল পুলিশ এনডিপিএস মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করেছে। গাঁজা উদ্ধার হয়েছে ৩ হাজার ২৫৪ কেজি। তার মধ্যে মালিকানা হীন ১ হাজার ৫৯৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে ৮ হাজার ৪১১ বোতল। ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ৩১৪ গ্রাম। নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে ১৭ হাজার ৫০০ টি। বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে ২৩৯ জন। রোহিঙ্গা আটক করা হয়েছে ১৮ জন। সরকারি রেল পুলিসের এধরণের কর্মকাণ্ডে খুশি সকলে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM