আগরতলা : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে পঞ্চমীতেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর বেশকিছু পূজা মণ্ডপ। পূজা মণ্ডপ উদ্বোধনের পরই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা।পঞ্চমীর সন্ধ্যায় আগরতলা শহরের বেশকিছু পূজা মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে বেশিরভাগ পূজা মণ্ডপ এদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়। মুখ্যমন্ত্রী মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের পূজা মণ্ডপ, স্মৃতি ক্লাব, অরোবিন্দ ক্লাব, কর্নেল চৌমুহনী যুব সংস্থার পূজা মণ্ডপ সহ আরও বেশ কয়েকটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান রাজ্য ও দেশের উন্নয়নের পাশাপাশি সকলের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন।প্রতিটি জায়গায় মণ্ডপ উদ্বোধনকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
পঞ্চমীতেই রাজধানীর বহু মণ্ডপ উন্মুক্ত দর্শনার্থীদের জন্য
76
previous post