দর্শনার্থীদের মন জয় করতে এবছরও থিমে নতুনত্ব নতুননগরের দেশবন্ধু ক্লাবের

আগরতলা : নীরমহলের আদলে স্বপ্নের আগরতলা মেট্রো রেলস্টেশনের অনুকরণে তৈরি করা হয়েছে নতুননগর দেশবন্ধু ক্লাবের পূজা ম্নদপ।প্রতিবছ্রের মতো এবারো দেবী দশভুজার আরাধনায় ব্রতী হয়েছে আগরতলা শহরের অদূরে অবস্থিত নতুননগর কো-অপারেটিভ এলাকার দেশবন্ধু ক্লাব। এই বছর তারা নীরমহলের আদলে স্বপ্নের আগরতলা মেট্রো রেলস্টেশনের অনুকরণে পুজো মণ্ডপ নির্মাণ করেছে। পাশাপাশি নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ক্লাব চত্বরে লাগানো হয়েছে বিভিন্ন ব্যানার। এই বছর দেশবন্ধু ক্লাবের মূর্তি নির্মাণ করেছে রাজ্যের শিল্পীরা। ক্লাবের সদস্য প্রতাপ রায় জানান এই বছর তাদের পুজার থিম নীরমহলের আদলে স্বপ্নের আগরতলা মেট্রো রেল স্টেশন। মূর্তি ও পূজা মণ্ডপ নির্মাণ করেছে রাজ্যের শিল্পীরা। এই বছর তাদের পূজার বাজেট ৫ লক্ষ টাকা।

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি