আগরতলা : কংগ্রেস চায় জনজাতিদের স্বার্থে তাদের হাতে রাজনৈতিক, সামাজিক-অর্থনাইতিক ক্ষমতা বৃদ্ধি করা। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের বর্ধিত সভায় একথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই দিবস পালনেরর প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। সেদিন রাজধানীর মুক্তধারায় হবে কংগ্রেসের কর্মসূচী। এই কর্মসূচী নিয়ে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয় জনজাতি নেতাদের নিয়ে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ অন্যান্যরা। বৈঠকে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদিপ রায় বর্মণ অভিযোগ করেন, এ ডি সির হাতে অধিক ক্ষমতার জন্য সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল পাস করানো হচ্ছে না। তিনি অভিযোগ করেন বিজেপি জনজাতিদের ক্ষমতায়ন চায় না।রাজ্যের মানুষের বর্তমান অবস্থা তুলে ধরেন বিভিন্ন সরকারের সমালোচনা করেন।এদিকে বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশজুড়ে বিশ্ব আদিবাসী দিবস পালন করতে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। তিনি বলেন, আদিবাসী সমাজকে জাগ্রত করতে যেসমস্ত ব্যক্তিত্ব আদিবাসী সমাজের জন্য কাজ করেছেন তাদের প্রতিভাকে যেমন তুলে ধরা হবে সঙ্গে সঙ্গে তাদের আদর্শ- কর্মপন্থাকে আরও ব্যাপক ভাবে আদিবাসিদের মধ্যে জাগ্রত করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে সফল রুপদান করা হবে।