সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন জীবন দ্বীপ ফাউন্ডেশন

আগরতলা : সারা বছর যারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাদের পাশে দাঁড়াল জীবন দীপ ফাউন্ডেশন।আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্রদান করল জীবন দীপ ফাউন্ডেশন। দুর্গা পূজা উপলক্ষে সপ্তমীর দিনে বৃহস্পতিবার পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে সংস্থার পক্ষ থেকে বস্ত্র দান করা হয়। আগরতলা পুর নিগমের অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বস্ত্রদান করা হয়। জীবন দীপ ফাউন্ডেসানের সদস্য রাজেস দেববর্মা জানান পুর নিগমের সাফাই কর্মীরা সমগ্র বছর অক্লান্ত পরিশ্রম করে। তাই দুর্গা পুজা যেন তারা আনন্দে কাটাতে পারে, তার জন্য সংস্থার পক্ষ থেকে পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্রদান করা হয়েছে।নতুন বস্ত্র পেয়ে খুশি পুর নিগমের সাফাই কর্মীরা।

Related posts

Lease signed with IHCL to open five-Star heritage hotel at Pushpabanta Palace: CM

পর্যটন দপ্তর ও আইএইচসিএল-র মধ্যে পুষ্পবন্ত প্যালেসে বিলাসবহুল হোটেল নির্মাণের মৌ স্বাক্ষর হয়

অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির