হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন দুই সাংবাদিক

আগরতলা : সাড়া জাগিয়ে স্বম্পন্ন হল আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরষ্কার বিতরণ ও হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান।শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবেই হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, নিউজ টুডের কর্ণধার তথা আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সৌরজিৎ পাল, আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মেয়র জানান, সরকারের কাজকর্মের বিষয় মানুষের সামনে তুলে ধরেন সাংবাদিকরা।বর্তমান সরকার প্রতিষ্ঠার পর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। এবছর হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক রঞ্জিত দেববর্মা ও পরিতোষ বিশ্বাস।এছাড়া এদিন পুরস্কৃত করা হয় আগরতলা প্রেস ক্লাবের তরফে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের। অতিথিরা তাদের হাতে পুরষ্কার তুলে দেন।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী