সিপিএম- কংগ্রেস আমলে জনজাতিদের উন্নয়ন হয়নি বলে বিকাশ দেববর্মার অভিযোগ

আগরতলা : সিপিএম- কংগ্রেস বিগত ৩৫ বছর ধরে রাজ্যের জনজাতিদের জন্য কিছু করেনি। একমাত্র ভারতীয় জনতা পার্টিই জনজাতিদের উন্নয়নের চিন্তা করে। বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল জনজাতিদের জন্য ভালো চিন্তা ভাবনা করে না।ভারতীয় জনতা জনজাতি মোর্চা সদর শহর জেলা কার্যকর্তা সম্মেলনে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রবিবার আগরতলা সুপারি বাগান দশরথ দেব সাংস্কৃতিক ভবনে হয় সংগঠনের সম্মেলন। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, বিজেপি নেত্রী পাতালকন্যা জমাতিয়া সহ অন্যরা। কার্যকর্তা সম্মেলনে মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন সিপিএম এর শাসনে জনজাতিরা পিছিয়ে গেছে। সব বিলুপ্তির পথে চলে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই থাকতে হবে জনজাতিদের। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া জনজাতিদের বাচার কোন রাস্তা নেই। তিনি অভিযোগ করেন, বিগত বাম আমলে জনজাতি এলাকায় একলব্য স্কুল ছিল মাত্র ৪ টি। আর এখন তা হয়েছে ২১ টি। জনজাতিরাই একলব্য স্কুলে লেখাপড়া করে। তার অভিযোগ সিপিএম জনজাতিদের শোষণ করেছে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ