মেলারমাঠের ঘটনায় পুলিসের তরফে ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে—এসপি

আগরতলা : রাজধানীর মেলারমাঠে মোবাইল দোকানে ছুরিকাঘাত কাণ্ডে পুলিসের তরফে কোন দুর্বলতা কিংবা গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা পুলিস আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুইদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। ইতিমধ্যে ঘটনাস্থলে থাকা টি এস আর সপ্তম ব্যাটেলিয়নের ৪ টি এস আর জওয়ানকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাটেলিয়নের তরফে তদন্ত হবে। এক সাক্ষাৎকারে একথা জানান পশ্চিম জেলার পুলিস সুপার কিরণ কুমার কে। তিনি জানান, মোবাইল দোকান মালিক ও অভিযুক্তের মধ্যে অনেকদিন ধরে আর্থিক বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়েই আক্রমণের ঘটনা। পুলিস সুপার জানান, অভিযুক্ত কিছুটা মানসিক ভারসাম্যহীন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি