রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসর শুরু

আগরতলা : সাড়া জাগিয়ে শুরু হল রাজ্যে প্রথমবারের মতো রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসর।রবিবার থেকে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হল ২৯ তম রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফির ‘জি’ গ্রুপের প্রতিযোগিতা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। এদিন প্রথম ম্যাচে সিকিমের মুখোমুখি হয় গুজরাট। প্রথম ম্যাচে সিকিম ৪-à§§ গোলের ব্যবধানে গুজরাটকে পরাজিত করে। টানটান উত্তেজনার মধ্যদিয়ে এইদিনের খেলা হয়। মাঠে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে প্রথম ম্যাচে শেষ হাসি হাসে সিকিমের খেলোয়াড়রা। এদিন ম্যাচ দেখতে অনেক ফুটবল প্রেমী মাঠে আসেন।

Related posts

ডম্বুরে চালু হতে পারে পর্যটকদের জন্য সি প্ল্যান পরিষেবা

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হল অফার

কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা