১৫-০ বিশাল গোলের ব্যবধানে চণ্ডীগড়কে পরাজিত করে গুজরাট

Football Gujrat Chandragar 5

আগরতলা : à§§à§«-০ বিশাল গোলের ব্যবধানে চণ্ডীগড়কে পরাজিত করে গুজরাট।মঙ্গলবার প্রথম ম্যাচে গুজরাটের মুখোমুখি হয় চন্ডিগড়। এদিনের খেলায় গোলের বন্যা বইয়ে দেয় গুজরাট।অপরদিকে চণ্ডীগড় গোলের খাতাই খুলতে পারেনি। বলতে গেলে এদিন এক তরফা খেলা হয় মাঠে। এইদিনের খেলায় গুজরাট à§§à§«-০ গোলের ব্যবধানে চন্ডিগড়কে পরাজিত করে।২৯ তম রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফির ‘জি’ গ্রুপের খেলা শুরু হয়েছে রবিবার থেকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই খেলা চলছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

Related posts

চানমারির ঘটনায় সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র ইস্তফা দাবি মহিলা কংগ্রেসের

দুই শিশুর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী