মন্ত্রী সুধাংশু দাসের দাবি ভারতে সনাতন বোর্ড গঠনের

আগরতলা : ভারতে সনাতন বোর্ড গঠনের দাবি জানালেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষের সংখ্যা বেশি। ভারতবর্ষের মূল ধর্ম সনাতন ধর্ম। সকলে অবগত রয়েছে ধর্মের ভিত্তিতে দেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল। ইসলাম ধর্মাবলম্বীরা পাকিস্তানে বসবাস করে। তারা সেখানে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে। তাই তিনি ভারতবর্ষে সনাতন বোর্ড গঠনের দাবি জানান। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একথা বললেন মন্ত্রী। সাংবাদিকদের অপর এক প্রশ্নে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাহুল গান্ধীর উদ্দেশ্য সর্বদা খারাপ। রাহুল গান্ধী সংবিধান বাঁচানোর কথা বলে সংবিধানের বই নিয়ে ঘুরছেন। বাস্তবে সেই বইয়ের অভ্যন্তরে কোন লেখা নেই। জম্মু কাশ্মীর বিধানসভায় ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করেও রাহুল গান্ধীর সমালোচনা করেন মন্ত্রী।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM