রাজধানীতে গাড়ির আগুনে পুড়ল তিনটি দোকান

আগরতলা : রাজধানীতে গাড়িতে আগুনে আতঙ্ক। গাড়ির আগুনে পুড়ল তিনটি দোকান। শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায়।জানা যায় এদিন কর্নেল চৌমুহনী এলাকার এক দোকানের সামনে একটি টাটা এইচ গাড়ি দাঁড় করানো অবস্থায় ছিল। সেই গাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তিনটি দোকানে। ফলে ভয়াবহ রূপ ধারন করে আগুন। শুরু হয় স্থানীয়দের দৌড়ঝাঁপ। স্থানীয়রা আগুন নিভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে অবশ্য তিনটি দোকান সহ টাটা এইচ গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান টাটা এইচ গাড়ি থেকে আগুনের সূত্রপাত। গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তাই গাড়ির চালক সহ কয়েকজন মিলে গাড়িটি সারাই করছিলেন। সেই সময় আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথে গাড়ি সারাই-র কাজে যুক্ত সকলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শেষে খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে