বিশেষ লোক আদালতে শনিবার কয়েক হাজার মামলার নিস্পত্তি হয়

আগরতলা : রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে বিশেষ লোক আদালত বসে শনিবার। এদিন কয়েক হাজার মামলা নিস্পতি হয়। বেশ সাড়া পাওয়া যায়।এই লোক আদালতে ১৪ হাজার ২২৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে এমভি অ্যাক্ট সংক্রান্ত ৯ হাজার ৭৫৬ টি মামলা, ত্রিপুরা পুলিশ অ্যাক্টে ৩ হাজার ৮৩২ টি মামলা, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে ১২২ টি মামলা, ত্রিপুরা এক্সাইস অ্যাক্টে ৪৪১ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৩১ টি মামলা, সিআর সংক্রান্ত ৭ টি মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি সংক্রান্ত ২৭ টি মামলা এবং এনিমেল অ্যাক্টে ৭ টি মামলা নিষ্পত্তি মামলা ছিল। বিশেষ লোক আদালতের জন্য ২৪ টি বেঞ্চ গঠন করা হয়। এরমধ্যে খোয়াই জেলায় সবচেয়ে বেশি ৫টি বেঞ্চ বসেছে। লোক আদালতে নোটিস প্রাপ্ত হয়ে আসা পক্ষ-বিপক্ষকে সহযোগিতা করতে প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা ছিলেন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি