আগরতলা : প্রদেশ কংগ্রেসের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে সংহতি পদযাত্রা। এরই অঙ্গ হিসাবে বুধবার বড়জলা বিধানসভা এলাকায় সংহতি পদযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা শুরু করা হয়েছে। ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন পর্যন্ত এই সংহতি পদযাত্রা চলবে। বুধবার বড়জলা বিধানসভা এলাকায় পদযাত্রা সংগঠিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন বর্তমানে রাজ্যের সাধারন মানুষ একটা বিভাজনের রাজনীতি প্রত্যক্ষ করছে। বিভাজনের রাজনীতি করে রাজ্যকে যারা শাসন করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচি। এদিনের কর্মসূচীতে দলীয় কর্মীদের অংশ গ্রহণ ছিল নজরকাড়া।