শিক্ষাভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে টি এস এফ

আগরতলা : শিক্ষাভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে টি এস এফ। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে জনজাতি বিভিন্ন সংগঠন। ফের আন্দোলনে টি এস এফ। তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন শুক্রবার আবারো আন্দোলনে নামল। এদিন সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় অফিস লেন শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অফিসের সামনে। তাদের দাবির মধ্যে রয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন পত্র বাংলার পাশাপাশি রোমান স্ক্রিপ্টে চালু করার। সংগঠনের কর্মীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখায়।এদিন তারা মধ্যশিক্ষা পর্ষদেও ডেপুটেশন দেয়। এর আগেও একই দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করেছে সংগঠন। কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় তাই দেখার।

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি