আগরতলা : পেঁয়াজের দামে নাভিশ্বাস উঠছে আমজনতা। অভিযোগ উৎসে দাম বৃদ্ধির কথা বলে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫-৫০ টাকা দরে। মূল্য নিয়ন্ত্রণে খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসন থেকে বাজারে অভিযান চালালেও কমছে না মূল্য। ফলে অসহায় মানুষ। এই অবস্থায় সাধারণ মানুষকে কিছুটা নিস্তার দিতে উদ্যোগ নিল খাদ্য দপ্তর। সরকারি ভাবে বাজারে বিভিন্ন বাজারে কাউন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার রাজ্যের সবচেয়ে বড় বাজার মহারাজগঞ্জ বাজারে কাউন্টার খোলা হয় ব্যবসায়ী সমিতির সহযোগিতায়। সেখানে কম দামে আলু, পেঁয়াজ, রসুন সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আগামী দিনে সদরের বটতলা, দুর্গা চৌমুহনী, লেক চৌমুহনী বাজারে খোলা হবে কাউন্টার। এদিন উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমা শাসক শাসক অরুপ দেব সহ অন্যরা।এক কেজি পেঁয়াজ কাউন্টারে বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি দরে।
ক্রেতাদের স্বস্তি দিতে খুলল পেঁয়াজ বিক্রি কেন্দ্র
190