সন্তোষ ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মিজোরামকে ৪-১ গোল হারালো ত্রিপুরা

আগরতলা : নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী মিজোরামকে 4-1গোলে হারিয়ে দিল রাজ্য দল।সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলায় উমাকান্ত মাঠে এইদিন উভয় দলের খেলোয়াড়রা হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ হাসি হাসে ত্রিপুরা দলের খেলোয়াড়রা। খুশির হাওয়া দলের খেলোয়াড়দের মধ্যে।৭৮ তম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলা শুরু হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হয়ে মিজোরাম। উভয় দল এইদিন হাড্ডাহাড্ডি লড়াই করে। টানটান উত্তেজনার মধ্যদিয়ে খেলা অনুষ্ঠিত হয়। তবে এইদিনের খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ত্রিপুরা দল। খেলার দ্বিতীয়ার্ধে মিজোরাম দল একটি গোল করে খেলায় সমতা ফিরানোর জন্য চেষ্টা চালিয়ে যায়। অপরদিকে ত্রিপুরা দল গোলের ব্যবধান বাড়িয়ে খেলায় জয় নিশ্চিত করার প্রচেষ্টা জারি রাখে। শেষ পর্যন্ত খেলার দ্বিতীয়ার্ধে ত্রিপুরা দল আরও দুইটি গোল করে ৪-১ গোলের ব্যবধানে এগিয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে মিজোরাম দল আরও কোন গোল করতে না পাড়ায়, ত্রিপুরা দল ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। ত্রিপুরা দল জয়লাভ করার পর দলের কোচ জানান খেলার প্রথমার্ধে ত্রিপুরা দল এগিয়ে যাওয়ার ফলে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। খেলার প্রথমার্ধে ত্রিপুরা দল দুইটি গোল করতে পাড়ায় দলের জন্য সুবিধা হয়েছে।অপরদিকে মিজোরাম দলের কোচ জানান প্রথম দিকে দলের খেলোয়াড়রা ভালো খেলেছে। কিন্তু পরের দিকে দলের খেলোয়াড়রা ভালো খেলতে পারে নি।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়