বর্ডার গোল চক্কর এলাকার পরিদর্শন করলেন বিরোধী দলনেতা সহ বাম বিধায়করা

আগরতলা : সরকার রাস্তা প্রশস্ত করবে এটা ভালো উদ্যোগ। কিন্তু রাস্তা প্রশস্ত করার জন্য গরীব পরিবারগুলিকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে, সেটা অমানবিক। এমনটা হওয়া উচিত নয়। রবিবার বর্ডার গোলচক্কর এলাকা পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।সম্প্রতি রাজধানীর বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত রাস্তার দুই পাশে উচ্ছেদ অভিযান চালায় সরকার। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক পরিবার। রবিবার ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাথে দেখা করতে যান বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে ছিলেন বাম বিধায়করা। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে সাক্ষাৎ করার পর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা ৫০ থেকে ৬০ বছর ধরে এই জায়গায় বসবাস করছেন। তারা বৈধ নাগরিক। তা সরকারের নজরে রয়েছে। তারা নিয়মিত সরকারকে ট্যাক্স দিয়ে থাকে। তাদের কাছে রেশন কার্ড রয়েছে। তারা সমাজের, রাষ্ট্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সরকার রাস্তা প্রশস্ত করবে এইটা ভালো উদ্যোগ। কিন্তু রাস্তা প্রশস্ত করার জন্য গরীব পরিবার গুলিকে যে ভাবে উচ্ছেদ করা হয়েছে, সেইটা অমানবিক। এমনটা হওয়া উচিত নয়। উচ্ছেদ অভিযানের ফলে যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সরকারি কোন জায়গায় ঘর নির্মাণ করে বসবাসের সুযোগ করে দেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী