রকমারি রাখী নিয়ে দোকানীরা বসলেও নেই বিক্রি

আগরতলা : বিক্রি তো দূর ক্রেতাদের দেখা মেলা-ই ভার। মাথায় হাত রাখী বিক্রেতাদের। ৩০ আগস্ট রাখী বন্ধন উৎসব। প্রতিবছর রাখী উৎসবকে সামনে রেখে দোকানীরা বিভিন্ন ডিজাইনের রাখী নিয়ে আসেন। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।রাজধানীর বিভিন্ন বাজারে দোকানীরা রকমারি রাখী সাজিয়ে বসেছেন। কিন্তু দেখা নেই ক্রেতাদের। বিক্রেতারা জানান বিক্রি নেই। ক্রেতাই আসছে না। গত বছর যা বিক্রি হয়েছিল তাও হচ্ছে না এবছর। স্বাভাবিক ভাবেই মন খারাপ বিক্রেতাদের। এক বিক্রেতার অভিমত বন্ধন বিষয়টাই যেন উঠে যাচ্ছে মানুষের মন থেকে। রকমারি ডিজাইনের রাখী নিয়ে বসে থাকলেও লোক আসছে না। আরেক বিক্রেতা জানান, মানুষের হাতে হয়তো টাকা নেই তাই মন্দা বাজার।

Related posts

ডম্বুরে চালু হতে পারে পর্যটকদের জন্য সি প্ল্যান পরিষেবা

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হল অফার

কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা