কংগ্রেসের প্রাক্তন যুব কংগ্রেস নেতার নামে ভুয়ো একাউন্টে আপত্তিকর পোস্ট করায় থানায় মামলা

আগরতলা : ভুয়ো ফেসবুক একাউন্ট খুলে আপত্তিকর পোস্ট করা করা হচ্ছে প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাকু দাসের নামে। এমনই অভিযোগ করলো যুব কংগ্রেস। ফেসবুক অ্যাকাউন্ট খুলে একের পর আপত্তিকর পোস্ট কে বা কারা করায় পশ্চিম আগরতলা থানার দ্বারস্থ হল প্রদেশ যুব কংগ্রেস।রবিবার প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধিদল পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করে।

প্রদেশ যুব কংগ্রেসের এক নেতৃত্ব জানান গত দুইদিন ধরে উনারা লক্ষ্য করছেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাকু দাসের নামে ফেসবুকে ফেইক একাউন্ট খুলে বিভিন্ন ধরনের আপত্তিকর পোস্ট করা হচ্ছে। রাকু দাসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ। তাই এদিন পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে যুব কংগ্রেসের তরফে।

Related posts

৪ দফা দাবিতে এবিভিপির তরফে স্মারকলিপি বিবিএম কলেজের অধ্যক্ষের কাছে

রাজধানীর ভট্টপুকুর সুখতারা সংঘের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ব্যাটলিংশিপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে—সুশান্ত