মণিপুর ইস্যুতে রাজধানীতে মোমবাতি নিয়ে মিছিল যুব কংগ্রেসের

আগরতলা : অশান্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। বহু মানুষের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছাড়া। নির্যাতনের শিকার হচ্ছে মহিলারা। এই অবস্থায় অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সোমবার রাজধানীতে মৌন মিছিল থেকে এই দাবি জানানো হয়। মণিপুরের বিভিন্ন এলাকা জ্বলছে। খুন-অপহরণ, নারীদের উপর ঘটছে ক্রমাগত নির্যাতনের ঘটনা। অভিযোগ মণিপুরে এসব ঘটনা ঘটে চললেও নীরব ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর ইস্যুতে সোমবার সন্ধ্যায় রাজধানীতে মোম বাতি হাতে নিয়ে মিছিল করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।সংগঠনের তরফে দাবি জানানো হয় মণিপুরে রাষ্ট্রপতি শাসনের।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে