দাবি আদায়ে কর্মবিরতিতে বন দপ্তরের স্থায়ী শ্রমিকরা

আগরতলা : দাবি আদায়ে একদিনের কর্মবিরতিতে বন দপ্তরের স্থায়ী শ্রমিকরা।বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর গুর্খাবস্তিস্থিত নেহেরু পার্কের সামনে কর্মবিরতি বনদপ্তরে কর্মরত নিয়মিত শ্রমিকদের। এই শ্রমিকদের বক্তব্য কয়েক বছর আগে বন দপ্তরের ৩৬৩ জন কর্মী সরকারিভাবে অনুমোদন পায়। তারা প্রতি মাসে ১২,০০০ টাকা করে বেতন পেয়ে থাকে। কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে তাদের সংসার চালানো সম্ভব নয়। তাদের মধ্যে অনেকে আগামী দু থেকে তিন বছরের মধ্যে অবসরে চলে যাবেন। কেউ কেউ ক্যান্সার রোগে আক্রান্ত। এই পরিস্থিতিতে এত কম বেতন দিয়ে তারা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। গত দুই বছর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মুখ্য সচিব জে কে সিনহা সহ বনদপ্তরের মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বহুবার। কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে বেতন ভাতা বৃদ্ধি না পাওয়ায় এদিন তারা এক দিনের কর্মবিরতি সামিল হয়েছেন। এখন দেখার কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়।

Related posts

CM stresses school-level awareness to combat HIV cases

শ্রেণিকক্ষেই দেশের ভবিষ্যৎ নির্মিত হয়: বিদ্যুৎ মন্ত্রী

এইচআইভি/ এইডস মোকাবিলায় আরো স্ক্রিনিং বৃদ্ধি করতে হবে: মুখ্যমন্ত্রী