শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

আগরতলা : শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিগ্রহের ঘটনার নিন্দা জানাল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। সংঘের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংঘের মুখপাত্র শুভঙ্কর রায় জানান ১৫ নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে এক প্রকার অর্ধ নগ্ন করে মারধর করা হয়েছে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সংগঠন। কৃষ্ণপুর স্কুলের ঘটনায় যেই দোষী হোক না কেন, আইন হাতে তুলে নেওয়া ঠিক হয় নি। সংগঠন দাবি জানায় কৃষ্ণপুর স্কুলের ঘটনার সঠিক তদন্ত করে যারা দোষী তাদের কঠোর শাস্তি দেওয়ার। এই ঘটনায় ইতি মধ্যে বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে