আগরতলা : আগরতলায় এক টুকরো প্যারিস শীর্ষক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজ্যপাল।চলতি বছরেই হয়েছে প্যারিস অলিম্পিক। এই প্যারিস থেকে স্মৃতিচিহ্নের প্রদর্শনীর আয়োজন করা হয় আগরতলায়। রবিবার রাজধানীতে হয় আগরতলায় এক টুকরো প্যারিস। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের তরফে হয় অনুষ্ঠান। কলেজটিলা আগরতলা ক্লাবে হয় এই প্রদর্শনী। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, সচিব ইউ কে চাকমা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। এদিন প্রদর্শিত হয় এবছর প্যারিস অলিম্পিকের বিভিন্ন মুহূর্তের ছবি। আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, খেলোয়াড় ছাড়াও অলিম্পিক দেখতে বহু লোক যান।এছাড়াও বিভিন্ন বিষয় এদিন উঠে আসে রাজ্যপালের ভাষণে। অতিথিরা ঘুরে দেখেন প্রদর্শনী। বিভিন্ন বিষয়ে অবগত হন।
প্যারিস অলিম্পিকের স্মৃতি চিহ্নের প্রদর্শনী আগরতলায়
57