আগরতলা ILS হাসপাতালে বাংলাদেশীদের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করা হল

আগরতলা : বাংলাদেশী রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর বেসরকারি হাসপাতাল আইএলএসে।বদলের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের পাশাপাশি প্রকাশ্যে এল সেই দেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার চিত্র। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সরব হল দেশপ্রেমি মানুষ। শনিবার আগরতলাস্থিত আইএলএস হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের দেশপ্রেমি মানুষ। তাদের দাবি অবিলম্বে আইএলএস হাসপাতালে বাংলাদেশী রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান বন্ধ করতে হবে। মানুষের দাবি মেনে আইএলএস হাসপাতালের পক্ষ থেকে গৌতম হাজারিকা বিক্ষোভকারিদের আশ্বাস দেন আইএলএস হাসপাতালে এখন থেকে বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না। এমনিতেই বেশকিছু দিন ধরে বাংলাদেশী রোগী আসছে না। তারপরও বাংলাদেশী রোগীদের জন্য আইএলএস হাসপাতালে যে হেল্প ডেস্ক রাখা হয়েছিল, সেই হেল্প ডেস্ক শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা এদিন সাফ জানান যতদিন পর্যন্ত বাংলাদেশিরা ভারতকে সম্মান করতে না শিখবে ততদিন পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা বন্ধ থাকবে।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার