রাজধানীতে মিছিল করে সার্কিট হাউসের সামনে গণঅবস্থান তিপ্রা ওমেন ফেডারেশনের

আগরতলা : পুরনো রাজভবনে পাঁচতারা হোটেল নয়। এই দাবিতে রাজধানীতে আন্দোলন তিপ্রা মথার মহিলা সংগঠনের। সম্প্রতি সংবাদ ছড়িয়ে পরে রাজ্য সরকার পুরাতন রাজ ভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে যাচ্ছে। সেখানে নির্মাণ করা হবে বিলাসবহুল হোটেল। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় পুস্পবন্ত মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তাছাড়া পুস্পবন্ত মহল রাজ্য সরকারের সম্পত্তি। সরকার চাইলে রাজ্যের উন্নয়নের স্বার্থে সেখানে কোন কাজ করল কারো বাধা থাকা উচিত নয়। তারপরও তিপ্রা মথা সুপ্রিমোর নির্দেশে দলের বিভিন্ন শাখা সংগঠন গুলি আন্দোলনে সামিল হচ্ছে। বুধবার তিপ্রা মথা দলের মহিলা সংগঠন তিপ্রা ওমেন ফেডারেশনের পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউসে গণধরনা সংগঠিত করে। এদিন তিপ্রা ওমেন ফেডারেশনের নেত্রী সহ কর্মী সমর্থকরা প্রথমে স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হয়। সেখান থেকে প্রতিবাদ রেলি বের করে। তারা সার্কিট হাউসের সামনে যায়। পুলিশের পক্ষ থেকে সেখানে তাদেরকে আটক করে দেওয়া হয়। তারপর প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে গনঅবস্থানে বসে তিপ্রা ওমেন ফেডারেশনের কর্মী সমর্থকরা। তিপ্রা ওমেন ফেডারেশনের এক নেত্রী জানান তাদের দাবি পুস্পবন্ত মহলকে সংরক্ষণ করে রাখা হোক। সেখানে কোন হোটেল নির্মাণ করা যাবে না। এদিন আন্দোলন শুচিতে প্রচুর জনজাতি মহিলা অংশ নেয়।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি