আগরতলা : রাজ্য সফরে এসে সমবায় দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ।শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।শুক্রবার সন্ধ্যায় দুদিনের সফরের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় দপ্তরের মন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা রাজ্য সফরকালে তিনি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪-এ উপস্থিত থাকবেন। ২২ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মেলন। কেন্দ্রীয় সমবায় দপ্তরের মন্ত্রী ছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডঃ আশীষ কুমার ভুটানি, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সমবায় সম্মেলন উপলক্ষে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা গুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতা গুলি তুলে ধরার লক্ষ্যে এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সমবায়ের বিভিন্ন ক্ষেত্রে মোট ১৮ টি স্টল খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই স্টল গুলি পর্যবেক্ষণ করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেড তথা ভারত ব্র্যান্ড এর মোবাইল ভ্যান এবং নাবার্ড প্রদত্ত রুরাল মার্ট-এর জন্য মোবাইল ভ্যানের পতাকা নেরে সূচনা করবেন। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে ৫০ টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করা হবে। উদয়পুরের ছনবন এলাকায় ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন করা হবে। ধলাই জেলার হাদুকুলুকস্তিত ব্রু সেটেলমেন্ট এলাকায় কতা ব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর কনজিউমার স্টোরের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়াও অমিত শাহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানান শুক্লা চরণ নোয়াতিয়া।