উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আগরতলা : উত্তর-পূর্বাঞ্চলকে বিকাশের রাস্তায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। ১০ বছরে উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামোগত দিক থেকে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করা হয়েছে বিগত ১০ বছরে।উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পৌরহিত্যে হল উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠক। প্রজ্ঞা ভবনে উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকের সুচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর শুরু হয় বৈঠক। বৈঠকে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন দুধ, ডিম, মাছ, মাংস, শাক সবজি উৎপাদনের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া ব্যতীত কোন উপায় নেই। প্রতিটি ব্যক্তির বিকাশ হতে হবে। ব্যক্তির বিকাশ না হলে রাজ্যের উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন উত্তর-পূর্বাঞ্চলের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিকট আহ্বান জানান অর্গানিক চাষের উপর গুরুত্ব দেওয়ার জন্য। তিনি বলেন বিগত ১০ বছর উত্তর-পূর্বাঞ্চলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী এই ১০ বছরে উত্তর-পূর্বাঞ্চলকে সমগ্র বিশ্বের দরবারে তুলে ধরেছেন। উত্তর-পূর্বাঞ্চলকে বিকাশের রাস্তায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। ১০ বছরে উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামোগত দিক থেকে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করা হয়েছে বিগত ১০ বছরে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ সিকিম, অরুনাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা

উত্তর-পূর্বের অর্থনৈতিক অগ্রগতি ছাড়া একটি উন্নত ভারত অসম্ভব- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী