আগরতলা : দাবিদার ছিলেন একাধিক। অবশেষে সবকিছু বিবেচনা করে রাজ্যের সবকটি মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। সোমবার সকালে প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ৬০ মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা।প্রতিটি মণ্ডলকে ঢেলে সাজানোর লক্ষ্যে অধিকাংশ মণ্ডলের সভাপতি পদে আনা হয়েছে নতুন মুখ। এবছর প্রদেশ নেতৃত্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ৩৫- ৪৫ বছরের বয়সের মধ্যে মণ্ডল সভাপতি বেছে নেওয়া। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা। প্রতিটি জেলার আলাদা করে নাম ঘোষণা করা হয়েছে। সিমনা মণ্ডল সভাপতি-ইন্দ্রজিৎ দেববর্মা.মোহনপুর -কার্ত্তিক আচার্য,বামুটিয়া -শিবেন্দ্র দাস, .বড়জলা -রাজীব সাহা, .খয়েরপুর -রাজেশ ভৌমিক,.আগরতলা তপন ভট্টাচার্য, রামনগর -অমিতাভ ভট্টাচার্য,.টাউন বড়দোয়ালি -শ্যামল কুমার দেব, বনমালিপুর -অরিন্দম চৌধুরী, .মজলিশপুর -রণজিৎ রায় চৌধুরীকে মণ্ডল সভাপতি করা হয়েছে।