আগরতলা : সম্প্রতি সংসদে পেশ হয়েছে এক দেশ এক ভোট বিল। যদিও এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে রয়েছে। এই বিল নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, এক দেশ এক নির্বাচন নতুন নয়।এর আগে চার বার একসাথে লোকসভা ও বিধানসভার নির্বাচন হয়েছে। তিনি আরও বলেন কংগ্রেসের কু-কর্মের কারনে এক দেশ এক নির্বাচন প্রথা ভেঙ্গে গেছে। লোকসভা ও বিধানসভা নির্বাচন পৃথক পৃথক ভাবে করার ফলে ব্যয় বেশি হয়। কংগ্রেস পরিবার তন্ত্রকে বাঁচানোর জন্য পৃথক পৃথক ভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচন চালু করে দেশবাসীর উপর বোঝা চালিয়ে দিয়েছে। নির্বাচনের ব্যয়ের হার কমানোর জন্য এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় আনা হয়েছে। বর্তমানে এই বিল জেপিসি-তে পাঠানো হয়েছে। এক দেশ এক নির্বাচন চালু হলে দেশের মানুষের জন্য ভালো হবে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব।